সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক হচ্ছেন অজিত আগারকার!

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৪২ জন নিউজটি পড়েছেন

ভারতীয় জাতীয় দলের নির্বাচক হওয়ার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (বিসিসিআই) আবেদন করেছেন অজিত আগারকার।

জাতীয় দলের নির্বাচক প্যানেলের জন্য আগেই বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই। আবেদনের শেষ দিন ছিল রোববার। আবেদনের সময় শেষ হওয়ার পর জানা যায়, জাতীয় দলের নির্বাচক হওয়ার জন্য আবেদন করেছেন অজিত আগারকার, চেতন শর্মা, মনিন্দর সিং, শিবসুন্দর দাস ও রণদেব বসু।

১৯৯৮ সালের অক্টোবর থেকে ২০০৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেন অজিত আগারকার। দেশের হয়ে ২৬টি টেস্টে শিকার করেছেন ৫৮ উইকেট। আর ১৯১টি ওয়ানডে ম্যাচে শিকার করেন ২৮৮ উইকেট। ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্রে জানা যায়, জাতীয় দলের নির্বাচন হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মুম্বাইয়ের সাবেক তারকা পেসার অজিত আগারকার।

ভারতীয় ক্রিকেট দলের বর্তমান নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন সুনীল জোশী। কমিটিতে রয়েছেন হরবিন্দর সিং। বাকি তিন নির্বাচক হলেন দেবাং গান্ধী, শরণদীপ সিং এবং যতীন পরঞ্জপে। তাদের মেয়াদ শেষ হয়ে গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English