মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

ফেনীতে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠানে হামলা, ৪৩ শিক্ষার্থী পুলিশে সোপর্দ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

ফেনী শহরতলীর রানীরহাটে সোমবার ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠানে হামলা চালিয়েছে সরকার দলীয় নেতা-কর্মীরা। ঘটনাস্থল ঘেরাও করে ছাত্রশিবির সন্দেহে ৪৩ শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করে হামলাকারীরা। এসময় বেশ কয়েকজন আহতও হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রানীরহাট বাজারের হক কমিউনিটি সেন্টারে জেলার বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ-আলিম শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণের আয়োজন করে ছাত্রশিবির। খবর পেয়ে সরকার দলীয় নেতা-কর্মীরা কমিউনিটি সেন্টার ঘেরাও করে হামলা চালায়।
এসময় বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে তিনজনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ছাত্রশিবিরের নেতৃস্থানীয় কারো বক্তব্য জানা যায়নি।

অনুষ্ঠানে অংশ নেয়া কয়েকজন জানায়, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগের নেতৃত্বে শান্তিপূর্ণ অনুষ্ঠানে হামলা চালানো হয়। এতে সাত থেকে আটজন ছাত্র আহত হয়েছেন।

তবে কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ অস্বীকার করে বলেছেন, নবীন বরণ অনুষ্ঠানের নামে রানীরহাটে কমিউনিটি সেন্টারে ছাত্রশিবির ফেনী শহর শাখার ব্যানারে নেতা-কর্মীদের জড়ো করেছে। খবর পেয়ে দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি অনুষ্ঠানস্থল ঘেরাও করে ৪৩ জনকে আটক করে পুলিশে খবর দেন।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, আটককৃতদের যাচাই-বাছাই করা হচ্ছে। কমিউনিটি সেন্টার থেকে শিবিরের বিভিন্ন প্রচারপত্র জব্দ করা হয় বলেও গণমাধ্যমকে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English