সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ১ কোটি ১৫ লাখ ছাড়িয়েছে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৩৩ জন নিউজটি পড়েছেন

মার্কিন যুক্তরাষ্ট্র আর করোনাভাইরাস যেন এখন নিত্যদিনের সঙ্গী! জানুয়ারিতে প্রথম প্রাদুর্ভাবের কিছু সময় পর থেকেই দেশটি আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে অবস্থান করছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ১৫ লাখ ৩৮ হাজার ২৮০। আর কোভিড-১৯’এ দেশটিতে মোট মৃত্যু হয়েছে দুই লাখ ৫২ হাজার ৬৫২ জনের।

তবে সুস্থতার সংখ্যা আক্রান্তের সংখ্যা প্রায় অর্ধেক। বিপুল সংখ্যক আক্রান্তের ভীড়ে যুক্তরাষ্ট্রে মোট সুস্থতার সংখ্যা ৭০ লাখ ১৯ হাজার ৩৬৪।

মাত্র ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা এক লাখ ৬২ হাজার ৩৪৬। নভেম্বর মাস জুড়ে দেশটিতে প্রতিদিন গড়ে করোনা আক্রান্ত রোগী দেড় লাখ করে বাড়ছে। যুক্তরাষ্ট্রে এখনো প্রায় ৫০টি অঙ্গরাজ্য করোনাভাইরাসের প্রকোপ চলছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধুমাত্র টেক্সাস ও ক্যালিফোর্নিয়াতেই মোট আক্রান্ত যথাক্রমে ১১ লাখ ছয় হাজার ২৩৫ এবং ১০ লাখ ৪৪ হাজার ৮৯৬, ফ্লোরিডায় আট লাখ ৮৯ হাজার ৮৬৪, নিউ ইয়র্কে ছয় লাখ এক হাজার ৪৫৭, জর্জিয়ায় চার লাখ ২৬ হাজার ২৩৬, ইলিনইসে পাঁচ লাখ ৮৫ হাজার ২৪৮। এছাড়াও বাকি সবগুলো রাজ্যে আক্রান্তের সংখ্যা লাখ পার করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English