শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

সেলফি তুলতে নেপালের ম্যাচে মাঠে ঢুকল দর্শক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৬৫ জন নিউজটি পড়েছেন

দেশের মাঠে আবারও ন্যক্কারজনক ঘটনা ঘটল। বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ফুটবল ম্যাচ চলা অবস্থায় জামাল ভূঁইয়ার সঙ্গে সেলফি তোলার জন্য হঠাৎ করেই মাঠে ঢুকে পড়েন এক দর্শক।

রেফারিরা এসে ওই দর্শককে মাঠ থেকে বের হতে অনুরোধ করলেও সে পকেট থেকে মোবাইল নিয়ে জামাল ভূঁইয়ার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন।

সেই মুহূর্তে মাঠের বাইরে থাকা নিরাপত্তা কর্মীরা দৌড়ে এসে ওই দর্শককে টেনেহিঁচড়ে মাঠ থেকে বের করে দেন। খেলার ৭২ মিনিটে এমন ঘটনা ঘটে।

এর আগে মিরপুর শেরেবাংলায় ক্রিকেট ম্যাচে মাশরাফির সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢুকে পড়েছিলেন এক ভক্ত।

মঙ্গলবার সন্ধ্যা ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। মুজিববর্ষ আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ম্যাচে নেপালকে হোয়াইটওয়াশ করার টার্গেটে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ দল।

এ ম্যাচে দুটি পরিবতর্ন নিয়ে খেলছে বাংলাদেশ। গোলরক্ষক আনিসুর রহমানের জায়গায় একাদশে ফিরেছেন অভিজ্ঞ আশরাফুল ইসলাম রানা ও রক্ষণভাগে রিয়াদুল হাসানের পরিবর্তে ইয়াসিন খান।

এর আগে প্রথম ম্যাচে স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন ও মাহবুবুরের গোলে ২-০ ব্যবধানে জয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English