সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

নরসিংদী জেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম হিরু ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়াকে নিজেদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একইসঙ্গে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএম তালেবকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার ক্ষমতাসীন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এতে জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অভ্যন্তরীণ বিরোধের কারণে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া সম্প্রতি জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি নজরুল ইসলাম হিরু নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন সম্পর্কে প্রকাশ্যে অবমাননাকর বক্তব্য দিলে তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English