রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৬ জন নিউজটি পড়েছেন

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার দুপুরে শতাধিক আইনজীবীকে নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

অ্যাটর্নি জেনারেল হিসেবে এএম আমিন উদ্দিন প্রথমে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়ে শ্রদ্ধা জানান। পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে সমিতির নেতৃবৃন্দদের নিয়ে আবার শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সমাধি মসজিদের ইমাম। এরপর তিনি জাতির জনকের সমাধি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর প্রদানের সময় তার সহধর্মিণী আফসারী আমিন শিবলী উপস্থিত ছিলেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের মধ্যে উপস্থিত ছিলেন একেএম আমিন উদ্দিন মানিক শেখ সাইফুজ্জামান, মো. সারোয়ার হোসেন বাপ্পি, ওয়ায়েস আল হারুনী, মো. মনিরুল ইসলাম, মো. মাইনুল ইসলাম, বিএম রাফেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান লিখন, আনিসুর রহমান, শাহনেওয়াজ, আবদুল মান্নান মান্না, শাহীন মৃধা, সাইফুল আলম, মো. সাফায়েত হোসেন জামিল, ফেরদৌসী আক্তার (কল্পনা), কোহিনূর বেগম লাকী, তামান্না ফেরদৌস, আনিসুল মাওলা আরজু, রওশান আরা মনি, সাবিনা পারভীন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ ও ড. মোমতাজ উদ্দিন মেহেদী। নেতৃবৃন্দের আরো উপস্থিত ছিলেন আবদুল নুর দুলাল, শাহ মঞ্জুরুল হক মো. মোতাহার হোসেন সাজু, আবদুল আলীম মিয়া জুয়েল, শেখ মোহাম্মদ মোর্শেদ, ব্যারিস্টার এজেএম রবিউল হাসান সুমন, ব্যারিস্টার শফিক আহমেদ, মো. আবদুর রাজ্জাক,কাজী সামসুল হাসান শুভ, ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, মুন্সি মনিরুজ্জামান, শামীম সরদার, মো. মশিউর রহমান হুমায়ুন কবির, চঞ্চল বিশ্বাস, রানী মুখার্জি প্রমুখ। এ সময় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English