সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

গণতন্ত্র মানে একজনের মত নয় : গয়েশ্বর

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩৫ জন নিউজটি পড়েছেন

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আজকে দেশে গণতন্ত্র নাই, আছে ‘প্রধানমন্ত্রীর শাসনতন্ত্র’। প্রধানমন্ত্রী মানে সংবিধান। দুইটি কথা সব কিছুতে, আমি আর সব কিছু আমার। আমার বা আমারবাদ।

তিনি বলেন, ‘গণতন্ত্রে কিন্তু কখনো আমার শব্দটি গ্রহণযোগ্য না। গণতন্ত্র মানে আমরা, গণতন্ত্র মানে আমাদের, গণতন্ত্র মানে বহুজন, গণতন্ত্র মানে বহুমত। গণতন্ত্র মানে একজনের মত নয়, গণতন্ত্র মানে একজন নয়।’

শনিবার ছাত্রদল আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

গয়েশ্বর বলেন, ‘আজকে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান এক ব্যক্তির নিয়ন্ত্রণে, এক ব্যক্তির কথায় চলে। এই যে কর্তৃত্ববাদী ব্যবস্থা, এটা স্বৈরতন্ত্রকেও ছাড়িয়ে গেছে।’

জন্মদিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে আছেন চিকিৎসার জন্যে। আমাদের এই নেতাকে আগামী দিনে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির অবশিষ্ট নেতা বলা যায়। অর্থাৎ এটি আমাদের একটিমাত্র ঠিকানা। এই ঠিকানাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং আমাদের সবাইকে আন্তরিকভাবে কথা ও কাজের মধ্যে সঙ্গতি রেখেই জনগণের প্রত্যাশা ও জনগণের উৎসাহ-উদ্দিপনা সৃষ্টিতে আপনাদেরকে একেকবার একেকজনকে একেকটা উদাহরণ সৃষ্টি করতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা আজকে তারেক রহমানের জন্মদিন পালন করছি। আমরা বলছি শুভ শুভ জন্মদিন, তারেক রহমানের জন্মদিন। কালকে যেন বলতে পারি, শুভ শুভ শুভ দিন, বাংলাদেশের শুভ দিন, জনগণের শুভদিন।’

ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘রক্তদান কর্মসূচি মানবতার সেবার একটি অংশ। এই রক্ত শ্রমজীবী ও সাধারণ রোগীরা পাবে। এতে করে তারা অনেক উপকৃত হবে। এই কর্মসূচির মধ্য দিয়ে আপনারা রাজপথে স্বেচ্ছায় রক্ত ঝরিয়ে আরেকটি একাত্তর সৃষ্টি করবেন। বাংলাদেশ ও গণতন্ত্রকে মুক্ত করবেন- এটা আমরা আশা করি। কেননা দেশটা আপনাদের।’

এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English