সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শান্তিকালীন পদক পেলেন নৌবাহিনীর ৪০ সদস্য

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৫০ জন নিউজটি পড়েছেন

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শান্তিকালীন সময়ে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালের জন্য নৌবাহিনীর ৪০ কর্মকর্তা ও নাবিককে শান্তিকালীন পদকে ভূষিত করা হয়েছে।

তাদের মধ্যে তিনজন নৌবাহিনী পদক (এনবিপি), পাঁচজন অসামান্য সেবা পদক (ওএসপি), পাঁচজন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), সাতজন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) ও ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) অর্জন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল শাহীন ইকবাল তিন কর্মকর্তাকে নৌবাহিনী পদক (এনবিপি) পরিয়ে দেন। এ ছাড়া চারজনকে অসামান্য সেবা পদক, দু’জনকে বিশিষ্ট সেবা পদক, চারজনকে নৌ গৌরব পদক, দু’জনকে নৌ উৎকর্ষ পদক এবং একজনকে নৌ পারদর্শিতা পদক পরিয়ে দেন নৌপ্রধান।

শনিবার নৌ সদরের জুপিটার হলে এ পদক প্রদান করা হয়। এ সময় নৌ সদরের অন্যান্য পিএসও এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্য কর্মকর্তা ও নাবিকদের ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের সংশ্লিষ্ট নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ পদক প্রদান করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English