সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে মিনিটে আক্রান্ত হচ্ছেন ৯৯ জন, মৃত্যুরও রেকর্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ জন নিউজটি পড়েছেন

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার ২৪ নতুন করে ২ লাখ ১০ হাজার লোক । দেশটিতে এ ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের সংখ্যা এটি। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

ওই ইউনিভার্সিটি জানায়, একই সময়ে দেশটিতে নতুন করে ২ হাজার ৯০৭ জন কোভিড-১৯ রোগে প্রাণ হারিয়েছে।

‘কোভিড ট্র্যাকিং প্রজেক্ট’ নামে একটি পর্যবেক্ষক সংস্থা জানাচ্ছে, মিনিটে গড়ে ৯৯ জন করোনা আক্রান্ত হচ্ছেন। ওই সংস্থাই জানিয়েছে, এই মুহূর্তে আমেরিকার হাসপাতালগুলিতে মোট ১ লক্ষ ২২৬ জন করোনা-আক্রান্ত হয়ে ভর্তি। গত এক বছরে এ রকম পরিস্থিতি এই প্রথম।

করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English