রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

ঢাকায় গণপরিবহনের তথ্য দিতে গুগল ম্যাপের নতুন ফিচার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৫১ জন নিউজটি পড়েছেন

রাজধানীতে যাত্রীদের গণপরিবহনসংক্রান্ত তথ্য জানাতে বাস ও ট্রেনের জন্য গুগল ম্যাপের নতুন ফিচার চালু হয়েছে।

গুগল ট্রানজিট নামে নতুন এই ফিচারটি চালু হলে নিয়মিত গণপরিবহনে যাতায়াতকারীরা খুব সহজেই গণপরিবহনসংক্রান্ত তথ্য পাবেন।

এক বিজ্ঞপ্তিতে গুগল জানিয়েছে, এ ফিচারটির মাধ্যমে গুগল ম্যাপ রুট, স্টপেজ ও ভ্রমণের আনুমানিক সময় দেখাবে। ফলে গণপরিবহন ব্যবহারকারীরা তাদের ভ্রমণের পরিকল্পনা ঠিক করে নিতে পারবেন। এই ফিচারটি প্রাথমিকভাবে রাজধানীতে চলাচলকারী বাস ও বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ট্রেনের জন্য প্রযোজ্য হবে।

গণপরিবহনে চলাচলকারীদের মধ্যে যাদের লোকেশন ও রুট সম্পর্কে ধারণা নেই তারা গুগল ট্রানজিটের মাধ্যমে তাদের যাত্রার আনুমানিক সময় জেনে যেতে পারবেন।

নিচের সহজ ধাপগুলো অনুসরণ করে ব্যবহারকারীরা গণপরিবহন সংক্রান্ত তথ্য জানতে পারবেন:

১. অ্যান্ড্রয়েড কিংবা আইওএস ডিভাইসে ‘গুগল ম্যাপস’ ওপেন করতে হবে।

২. ডেস্টিনেশন এন্টার করতে হবে এবং ‘ডিরেকশনস’ আইকন ট্যাপ করতে হবে কিংবা ‘গো’ আইকন ট্যাপ করতে হবে এবং ‘সোর্স’ এবং ‘ডেস্টিনেশন’ লোকেশন এন্টার করতে হবে।

৩. রুট এবং গন্তব্য সংক্রান্ত তথ্য জানতে ‘ট্রানজিট’ আইকন (যদি এটি ইতিমধ্যে নির্বাচন করা না হয়) ট্যাপ করতে হবে।

৪. রুটের স্টপেজসংক্রান্ত জানতে রেকমেন্ডেড রুট ট্যাপ করতে হবে।

৫. বাসের সময়সূচি ও গন্তব্যের তালিকা জানতে যে কোনো বাস স্টপ ট্যাপ করতে হবে।

প্রতিদিন গুগল ম্যাপস এক বিলিয়ন কিলোমিটারেরও বেশি ট্রানজিট রেজাল্ট সরবরাহ করে। এ ছাড়া গুগলের বিশ্বজুড়ে তিন মিলিয়নেরও বেশি গণপরিবহনের পাবলিক ট্রানজিটের সময়সীমার তথ্য রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের শতাধিকেরও বেশি শহরে সবসময় নতুন পার্টনার যুক্ত হওয়ার মাধ্যমে গুগল ট্রানজিট ফিচারটি তাদের কার্যক্রম পরিচালনা করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English