চাঁদের মাটি পৃথিবীর বুকে এসেছে ৫১ বছর আগে। এছাড়া মহাবিশ্বের অন্য কোনো গ্রহ, উপগ্রহ কিংবা গ্রহাণু থেকে মাটি আনতে পারেনি কেও। এবার সেই বাঁধা অতিক্রম করলো জাপান। প্রথমবার কোনো গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফিরল জাপান স্পেস এজেন্সির মহাকাশযান হায়াবুসা-২। গতকাল শনিবার (৫ ডিসেম্বর) ভোররাতে ৩ কোটি কিলোমিটার দূরে থাকা এক গ্রহাণু থেকে মাটি নিয়ে অস্ট্রেলিয়ার বুকে অবতরণ করে মহাকাশযানটি বলে জানিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
জানা যায়, গ্রহাণু থেকে মাটি সংগ্রহের এই যাত্রাটি শুরু হয় ২০১৪ সালের ৩ ডিসেম্বর। হায়াবুসা-২ ২০১৮ সালের জুন মাসে মঙ্গল আর বৃহস্পতি গ্রহের মাঝখানে থাকা গ্রহাণুপুঞ্জের সদস্য গ্রহাণু ‘রিউগু’তে পৌঁছায়। এরপর ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি মহাকাশযানটি সেখান থেকে নমুনা সংগ্রহ করার কার্যক্রম শুরু করে। ওই বছরের ১১ জুলাই নমুনা সংগ্রহ করতে সক্ষম হয় হায়াবুসা-২। এরপরেই পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে এ বছরের নভেম্বরে এসে পৌঁছায়।
এই অভিযানের গবেষক দল এক বিবৃতিতে জানায়, তাদের ক্যাপসুল মহাকাশযান হায়াবুসা-২ এক গ্রাম নমুনা সংগ্রহ করা হয়েছে। এক গ্রাম শুনতে কম মনে হতে পারে। তবে আমাদের প্রশ্নের উত্তর খুঁজতে এটুকুই যথেষ্ট।
ইতিহাসে প্রথমবার মহাকাশ থেকে গ্রহাণুপুঞ্জের নমুনা নিয়ে এলো জাপানী মহাকাশযানটি। এই কৃতিত্বে জাপানকে শুভেচ্ছা জানিয়েছে নাসা।