শতাধিক সিম কার্ড ও ৬টি মোবাইল ব্যবহার করতেন তিনি। পুলিশ পরিচয়ে বিভিন্ন সময় প্রতারণা করে গেছেন। অবশেষে তাকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শহিদুল ইসলাম। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় ধর্মপুর গ্রামে। গতকাল বৃহস্পতিবার জেলা ডিবি পুলিশের একটি টিম এ প্রতারককে গ্রেপ্তার করে। শহীদুল নিজেকে দারোগা শফিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছিলেন।
গত ১৫ জুন মুক্তাগাছার জনৈক রুহুল আমীন সরকারী ধান ক্রয় সংক্রান্ত বিষয়ে শহীদুলের প্রতারণার শিকার হন। এ বিষয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন রুহুল আমিন। প্রতারনার এ বিষয়টি জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান অবহিত হয়ে জেলা ডিবি পুলিশকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। জেলা ডিবি ওসি শাহ কামালের নেতৃত্বে ডিবির একটি দল তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গতকাল বৃহস্পতিবার এ প্রতারককে ঢাকার বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করে।
জেলা ডিবি ওসি শাহ কামাল বলেন, পুলিশ পরিচয়ে প্রতারক শহীদুল ইসলাম মূলত পুলিশ লাইন সংশ্লিষ্ট স্থানে বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।