সিডনিতে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষে টি-টোয়েন্টিতে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে সফরকারী ভারত। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জিতে নিয়েছে বিরাট কোহলির দল। তাই আজ জিতে অজিদের হোয়াইটওয়াশ করতে চায় তারা।
আজকের ম্যাচে ফিরেছেন সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ইনজুরির কারণে দুদলের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিটি খেলতে পারেননি তিনি। প্রথম ম্যাচে ১১ রানে ও দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পায় ভারত।
দুর্দান্ত ফর্মে থাকা ভারতের বিপক্ষে জেতাটা মোটেও সহজ হবে না অস্ট্রেলিয়ার। কারণ দলে নেই ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স ও মিচেল স্টার্কদের মত তারকারা।
এদিকে ভারত দলে জসপ্রিত বুমরাহ না খেললেও বাকিরা রয়েছেন দুর্দান্ত ফর্মে। বিশেষ করে বুমরাহর অভাব বুঝতেই দিচ্ছেনা এই সিরিজেই টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া নটরাজন।
অস্ট্রেলিয়া একাদশ: ডি’আর্চি শর্ট, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ময়সেস হেনরিক্স, ম্যাথু ওয়েড , ড্যানিয়েল শ্যাসম, শন অ্যাবট, মিচেল সেওপসন, অ্যাডাম জাম্পা ও অ্যান্ড্রু টাই।
ভারত একাদশ: লুকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, স্যামসন, হার্দিক পান্ডিয়া, ওয়াসিং সুন্দর, শার্দুল ঠাকুর, দিপক চাহার, নটরাজন ও যুজবেন্দ্র চাহাল।