সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

ফ্রি ড্রিংকসের জন্য আইপিএলে আসেন অস্ট্রেলিয়ানরা!

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন ভারতীয় সাবেক তারকা ওপেনার বীরেন্দ্রর শেহবাগ। তিনি বলেছেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আইপিএলে পারফরম্যান্সের চেয়ে ফ্রি ড্রিংকসের জন্য ভারত সফরে যায়।

আইপিএলে ১০ কোটি রুপিতে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলতে যাওয়া অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ম্যাক্সওয়েলকে টার্গেট করেই এমন মন্তব্য করেছেন শেহবাগ। সবশেষ আইপিএলে ব্যর্থ ম্যাক্সওয়েল জাতীয় দলের হয়ে খেলতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স করেন।

অস্ট্রেলিয়ান এই তারকা ক্রিকেটারকে খোঁচা দিয়ে শেহবাগ বলেছেন, জাতীয় দলের হয়ে খেলার সময় ম্যাক্সওয়েল পুরোপুরি পাল্টে যায়। যখন অস্ট্রেলিয়ায় খেলে তখন ও জানে, দুই-একটা ম্যাচে খারাপ খেললেই বাদ পড়ে যাবে। তখন আবার কামব্যাক করা মুশকিল হয়ে যাবে।

তিনি আরও বলেছেন, ম্যাক্সওয়েল আইপিএলে কোনোরকম চাপই নেয় না। ক্রিকেটারদের উৎসাহ জোগানোর জন্য সব কিছু করে থাকে এখানে- নাচানাচি করা, ঠাট্টা-তামাশা করা। শুধু মজা করার জন্য তাকে আইপিএলে দেখা যায়। আইপিএলে ম্যাচ শেষ হলেই ফ্রি ড্রিংকস পাওয়া যায়। সেই ড্রিংকস নিজের রুমে নিয়ে পান করেন তিনি।

আইপিএলের এবারের আসরে ১৩ ম্যাচ খেলে মাত্র ১০৮ রান করেন ম্যাক্সওয়েল। বল হাতে নেন মাত্র ৩ উইকেট।

শেহবাগ বলেছেন, ম্যাক্সওয়েল আইপিএল খেলার বিষয়ে মোটেও সিরিয়াস নয়। এখানে ক্রিকেটের পরিবর্তে গলফ বেশি থাকে। কারণ ও যদি সিরিয়াস হতো খেলায় নিশ্চয়ই তার প্রভাব পড়ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English