ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ পুরস্কার পেলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’- এ প্রতিপাদ্য সামনে রেখে ‘৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০’ উপলক্ষে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।
ই-গভর্নেন্স ক্যাটাগরিতে তিনি মনোনীত হন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম।
উল্লেখ্য, খুলনা জেলা প্রশাসক গত বছরও ‘৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯’ উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।