সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

ট্রাম্প–বাইডেন সমর্থকদের সংঘর্ষের পর ছুরি হামলায় আহত ৪, গুলিবদ্ধ ১

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৫১ জন নিউজটি পড়েছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো পরাজয় স্বীকার করে নেননি। উল্টো ভোট কারচুপির অভিযোগ করে যাচ্ছেন। তাঁর এই অভিযোগকে কেন্দ্র করে গতকাল শনিবার দেশটির কয়েকটি বড় শহরে মিছিল হয়েছে। এ সময় তাঁর বিরোধীরাও মিছিল বের করলে দুপক্ষে সংঘর্ষ বাঁধে। ওয়াশিংটনে এমন এক সংঘর্ষের পর ছুরি হামলায় চারজন আহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, ওয়াশিংটন পুলিশ এক টুইটে বলেছে, অলিম্পিয়ায় ক্যাপিটল ভবনের কাছে শনিবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক ও নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থকদের মধ্য সংঘর্ষ হয়। পরে সেখানে গুলির ঘটনা ঘটে। গুলিতে একজন আহত হন। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ওয়াশিংটন ডিসির ফায়ার সার্ভিস ও ইএমএস বিভাগের যোগাযোগ শাখার প্রধান ডগলাস বুকানন বার্তা বলেন, সংঘর্ষের পর ছুরিকাঘাতে চারজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, দিনভর অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত ব্যক্তিদের কেউ মিছিলে অংশ নিয়েছিলেন কি না, সে সম্পর্কে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার দিনটা শুরু হয়েছিল ভালোভাবেই। উৎসবমুখর পরিবেশে ট্রাম্পের লাল–হ্যাটধারী সমর্থকেরা ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা নির্বাচনে ট্রাম্পের করা জালিয়াতির অভিযোগের প্রতি সমর্থন জানান। আগের দিনই সুপ্রিম কোর্ট ট্রাম্পের অভিযোগ নাকচ করে দিয়েছিলেন। এদিন অলিম্পিয়া, আটলান্টা, সেন্ট পল, নেব্রাস্কা, আলাবামা এবং আরও কয়েকটি স্থানে একই রকম কর্মসূচি পালন করেন তাঁরা।

পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইডাহোয় অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণকারী ট্রাম্প সমর্থকদের একজন লুক উইলসন। তিনি বলেন, ‘আমরা হাল ছেড়ে দিচ্ছি না।’ ডেল কুইক নামের আরেক বিক্ষোভকারী বলেন, ‘আমার বিশ্বাস, যুক্তরাষ্ট্রবাসীর সঙ্গে বড় ধরনের অবিচার করা হচ্ছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English