সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

ম্যাক্রোঁ বিরোধী আন্দোলন: প্যারিসে আটক ১৫০

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

ফ্রান্সে নতুন নিরাপত্তা বিলের কারণে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ করছে প্যারিসের মানুষ। সেখান থেকে প্রায় দেড়শ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।

জানা যায়, পুলিশকে অধিক ক্ষমতা ও সুরক্ষা দেয়া বিলটি বাতিলের দাবিতে, রাজধানী প্যারিসে বৃষ্টিভেজা সড়কে বিক্ষোভে নামে কয়েক হাজার মানুষ। কিন্তু মোতায়েন করা অতিরিক্ত পুলিশ বিক্ষোভের মধ্যে ঢুকে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেখানে দেড়শ জনকে আটকের কথা জানিয়েছেন ফ্রেঞ্চ স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডার্মানিন।

আগের বিক্ষোভগুলোতে দোকানপাট ও গাড়ি ভাংচুর এবং পুলিশের ওপর হামলাকারীদের ধরতে বিক্ষোভের ভেতর পুলিশ ঢোকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের নতুন প্রস্তাবিত বিল অনুযায়ী, পুলিশের জন্য ক্ষতিকর হয় এমন ছবি ও ভিডিও করা যাবে না।

এরই মধ্যে সংসদের নিম্নকক্ষে পাস হওয়া বিলটি গণমাধ্যমের স্বাধীনতা সংকোচন ও পুলিশের নিষ্ঠুরতা বাড়াবে উল্লেখ করে শুরু থেকেই বিক্ষোভ করে আসছে হাজার মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English