সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সেই অভিনেত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৬৪ জন নিউজটি পড়েছেন

শুক্রবার ভারতের কলকাতায় নিজ বাসায় মারা যান বলিউড অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়। তাঁর ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী পড়ে গিয়ে আঘাতে মারা গেছেন। রাতে খাওয়াদাওয়ার পর মদ্যপান করে বেসামাল হয়ে পড়ে যান ৩৫ বছর বয়সী আরিয়া। সে সময় হয়তো ভারসাম্য হারিয়ে পড়ে যান। প্রচুর রক্তক্ষরণ হয়, রাতের কোনো একসময় মারা গেছেন আরিয়া।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগে থেকেই হেপাটাইটিস-বি আর কিডনির সমস্যা ছিল। তবুও নিয়মিত মদ্যপান করতেন আরিয়া। ওয়াইনের সঙ্গে মধু মিশিয়ে, এমনকি তার সঙ্গে ভদকা দিয়েও মদ্যপান করতেন তিনি। আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ‘লাভ সেক্স অউর ধোঁকা’, ‘ডার্টি পিকচার’খ্যাত এই অভিনেত্রীর বাড়ি থেকে ওয়াইন-এর বোতল, পানমসলার প্যাকেট, ওষুধ আর চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

১১ ডিসেম্বর শুক্রবার বাড়ির গৃহপরিচারিকা চন্দনা দাস পুলিশকে জানিয়েছিলেন যে আরিয়া মানুষের সঙ্গে খুব একটা মিশতেন না। তেমন বন্ধুও ছিল না তাঁর। ওই দিন ক্রমাগত কলবেল টিপলেও কেউ দরজা খোলেনি। ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে প্রতিবেশীদের সাহায্যে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে বন্ধ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতর থেকে উদ্ধার হয় আরিয়ার রক্তাক্ত মরদেহ। চন্দনা দাস আরও বলেছেন, ‘‌খুব বেশি কথা বলতেন না তিনি। আমি এলে নিজের কুকুরটাকে নিয়ে অন্য ঘরে গিয়ে বসে থাকতেন।’ প্রাথমিকভাবে ‘খুন’ বলে সন্দেহ করা হলেও এখন এটাকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে দেখা হচ্ছে।

ভারতের প্রখ্যাত সেতারবাদক পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের ছোট মেয়ে আরিয়ার আসল নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। হিন্দুস্তানি ধ্রুপদি সংগীতে স্নাতকোত্তর ডিগ্রিধারী আরিয়া অভিনয় শেখেন মুম্বাইয়ের অনুপম খের অ্যাকটিং স্কুলে। বলিউডে তাঁর প্রথম সিনেমা দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘‌লাভ সেক্স অউর ধোঁকা’। পরের বছরই বিদ্যা বালানের সঙ্গে তিনি অভিনয় করেন ‘‌দ্য ডার্টি পিকচার’‌ ছবিতে। মডেল হিসেবেও পরিচিতি ছিল আরিয়ার। বেশ কয়েক বছর ধরে মিডিয়া থেকে দূরে ছিলেন তিনি। প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েক বছর ধরে ছন্নছাড়া জীবন কাটাচ্ছিলেন তিনি। এমনকি স্থানীয় লোকজনের সঙ্গেও খারাপ ব্যবহার করতেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English