পৃথিবীর বিভিন্ন প্রান্তে জিমেইলসহ গুগুলের অন্যান্য সেবা বিঘ্নিত হয়েছে। সোমবার সকালে গুগলের মালিকানাধীন ইউটিউবও ডাউন ছিল।
হঠাৎ করেই সমস্যা দেখা দিয়েছে গুগলের অ্যাপ্লিকেশনগুলোতে। ইউটিউব, জিমেইল, প্লে-স্টোরের মতো সেবাগুলো ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা।
বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা একই ধরনের সমস্যায় পড়েছেন উল্লেখ করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুরের দিকে যুক্তরাজ্যে গুগলের সাইটগুলোতে ঢুকতে চাইলে ‘এরর’ লেখা দেখাচ্ছে।
তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানায়নি গুগল। সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটের দিকে বিভ্রাটের শিকার অনেকগুলো সেবা ফের স্বভাবিকভাবে চলতে দেখা গেছে।