সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

পদত্যাগ করছেন উইলিয়াম বার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। উইলিয়াম বার বলেছেন, অ্যাটর্নি জেনারেলের পদ থেকে আগামী সপ্তাহে তিনি পদত্যাগ করবেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, গত সোমবার উইলিয়াম বার পদত্যাগের বিষয় নিয়ে কথা বলেন। বিষয়টি নিশ্চিত করে টুইটও করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইলেকটোরাল কলেজ ভোটে পরাজয় নিশ্চিত হওয়ার কিছুক্ষণ পরই ট্রাম্প এই টুইট বার্তা দেন। এদিকে নিজের পদত্যাগপত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেছেন উইলিয়াম বার।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত ৩ নভেম্বরের নির্বাচনে কারচুপি হয়েছে বলে ট্রাম্প যে দাবি তুলেছেন, তারও সমর্থক উইলিয়াম বার। এ নিয়ে আইনি লড়াইয়েও ট্রাম্পের পাশে আছেন তিনি। তবে গত কিছু দিন ধরে প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছে না। দুজনের মতান্তরের বিষয়টি জনসমক্ষেও চলে আসে।

তবে উইলিয়ামের বিদায় বেলায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, বন্ধুত্বপূর্ণ আবহেই উইলিয়াম বার তাঁকে ছেড়ে যাচ্ছেন। টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘হোয়াইট হাউসে অ্যাটর্নি জেনারেল বারের সঙ্গে খুব সুন্দর একটি সভা করলাম। আমাদের সম্পর্ক বেশ ভালো। তিনি অসাধারণ কাজ করেছেন। ক্রিসমাসে পরিবারের সঙ্গে ছুটি কাটানোর জন্য তিনি এর আগে আগেই চলে যাবেন।’ উইলিয়াম বার চলে গেলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেফ রোজেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

উইলিয়াম বার সম্পর্কে এখন ভালো কথা বললেও হোয়াইট হাউসের বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, গত রোববারও নাকি বারকে বরখাস্ত করার কথা ভেবেছিলেন ট্রাম্প। অবশ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা এ-ও বলছেন, তাৎক্ষণিকভাবে উইলিয়ামকে বরখাস্ত হয়তো করা হতো না। হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সিএনএনকে বলেন, উইলিয়াম বারের সঙ্গে ট্রাম্পের আলোচনা হৃদ্যতাপূর্ণ পরিবেশেই হয়েছে। উইলিয়ামকে পদত্যাগ করতে বলাও হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English