সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৭৩ জন নিউজটি পড়েছেন

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেছেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। যাদের জায়গা আছে ঘর নাই, কিংবা জায়গা জমি কিছুই নাই তাদের শেখ হাসিনা সরকার ঘর নির্মাণ করে দিচ্ছে। শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে, বিনামূল্যে বই দিচ্ছে। অসুস্থ রোগীদের সহায়তা দিচ্ছে।

মহান বিজয় দিবস উপলক্ষে নেত্রকোনায় জেলা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে ১২৩৩ জন বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের এককালীন অর্থ সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জেলা সমাজসেবা অধিদফতর সূত্রে জানা যায়, নেত্রকোনার দশ উপজেলার ২০২০-২১ অর্থবছরে আবেদনকৃত জেলা সদরের ১৩৬ জন, মোহনগঞ্জে ২ জন, বারহাট্টায় ৬৪ জন, মদন ৩ জন, আটপাড়ায় ১৮ জন, কলমাকান্দায় ৬ জন, কেন্দুয়ায় ৫ জন, পূর্বধলায় ২৭ জন, দুর্গাপুরে ১৭ জন, খালিজুরীতে ৩ জন ও পৌরসভা ইউসিডিতে ৫৬ জন কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত মোট ৩৩৭ জন রোগীকে মহান বিজয় দিবস উপলক্ষে প্রত্যেককে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।

এছাড়া গত ৫ অর্থবছরে আবেদনকৃত ১০ উপজেলার ৮৮৪ জন রোগীর মাঝে ৪ কোটি ৪২ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়। মোট ১২৩৩ জন বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর মাঝে ৬ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

জেলা পাবালিক হল মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে রোগীদের চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, জেলা সমাজসেব অধিদফতরের উপপরিচালক আলাল উদ্দিন, প্রেস ক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English