ইরান তার দেশের ক্ষমতাধর জেনারেল কাশেম সোলাইমানি হত্যার প্রথম বার্ষিকী পালন উপলক্ষে প্রতিশোধ নিতে হামলা চালালে ওয়াশিংটন তা মোকাবেলায় প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর প্রধান রবিবার এমন হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেছেন।
জেনারেল কানেথ ম্যাকেঞ্জি সাংবাদিকদের বলেন, ‘আমরা এ অঞ্চলে নিজেদের, আমরা আমাদের বন্ধু ও অংশীদারদের রক্ষায় এবং প্রয়োজন হলে যে কোন হামলার জবাব দিতেও প্রস্তুত রয়েছি।’
ম্যাকেঞ্জি মার্কিন কেন্দ্রিয় কমান্ডেরও প্রধানের (সেন্টকম)দায়িত্ব পালন করছেন।
২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে এক মার্কিন ড্রোন হামলায় নিহত সোলাইমানির মৃত্যু বার্ষিকীর কয়েক সপ্তাহ আগে তিনি এ অঞ্চল সফর করেন।
চার তারকা বিশিষ্ট জেনারেল ম্যাকেঞ্জি এ অঞ্চলের অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে সাংবাদিকদের একটি ছোট গ্রুপকে সাক্ষাতকার দিতে গিয়ে আরো বলেন, ‘আমার ধারণা হচ্ছে আমরা অত্যন্ত ভাল অবস্থানে রয়েছি এবং আমরা ইরানের যে কোন প্রতিশোধমূলক হামলার জবাব দিতে প্রস্তুত থাকবো।’