স্প্যানিশ লা লিগার ম্যাচে বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রোববার রাতে এইবারকে ৩-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
এইবারের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে রিয়াল মাদ্রিদ। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৬ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন ফরাসি তারকা করিম বেনজেমা।
ম্যাচের ১৩তম মিনিটে বেনজেমার পাসে ব্যবধান দ্বিগুণ করেন লুকা মদ্রিচ। ২৮তম মিনিটে এইবারের পক্ষে গোল করে ব্যবধান কমান কিকে।
২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রামোসরা। বিরতির পরও আধিপত্য ধরে রাখে রিয়াল। তবে গোল পাচ্ছিলো না বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের একেবারে শেষ দিকে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করেন রিয়ালের লুকাস ভাসকুয়েজ।
ফলে ৩-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষ দলের সমান পয়েন্ট হয়ে গেছে রিয়ালের। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট এখন ২৯। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তালিকার শীর্ষে রয়েছে দুই ম্যাচ কম খেলা অ্যাতলেতিকো মাদ্রিদ।