সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শিশুদের কান্না দেখে মাকে জামিন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৫৭ জন নিউজটি পড়েছেন

নানির দায়ের করা মামলায় কারাগারে যেতে হয় আড়াই ও সাড়ে তিন বছরের ছোট্ট দুই শিশুর মা-বাবাকে। এরপর থেকেই অবুঝ দুই শিশুর চোখে ছিল অঝোর কান্না। গণমাধ্যমে প্রচারিত অবুঝ শিশুদের সে কান্না মানুষের হৃদয় ছুয়ে যায়।

এমন বাস্তবতায় সুপ্রিমকোর্টের আইনজীবী মনিরুজ্জামান আসাদ, শিশির মনির ও কুমার দেবুল দে আজ বুধবার বিষয়টি বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চের নজরে আনেন। বিষয়টি আমলে নিয়ে শিশুদের মাকে দ্রুত মুক্তির নির্দেশ দেয় এবং তার বাবার জামিনের বিষয়েও রুল জারি করে। এছাড়া শিশুদের মায়ের জামিন আদেশটি দ্রুত ই-মেইল ও ফ্যাক্সে পাঠানোর নির্দেশ দেয় হাইকোর্ট বিভাগ।

এই আদেশের পর আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, এই আদেশের পর সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে যোগাযোগ করি। ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশে মাকে মুক্তি দিতে এখনই ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই মামলার বিবরণ থেকে জানা যায়, শিশু দুটির নানি মোমেনা বেগম পারিবারিক কলহের জেরে নিজের মেয়ে ওয়াসিমা বেগম ও জামাতা তোফায়েলের বিরুদ্ধে চুরি ও মারধরের অভিযোগে রাজধানীর বংশাল থানায় মামলা করেন। সে মামলায় গত শুক্রবার থেকে কারাগারে শিশু দু’টির বাবা-মা। এরপর থেকেই আড়াই বছরের ইয়াছিন ও সাড়ে তিন বছরের টুম্পা অঝোর কান্না শুরু হয়।এরপর গতকাল শিশু দুটিকে নিয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হন প্রতিবেশীরা। কিন্তু আদালত শিশুদের বাবা-মাকে জামিন দেয়নি।

এ বিষয়টি নিয়ে পরে সংবাদ প্রচার করে ‘বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪’। সে সংবাদটি আজ বুধবার হাইকোর্ট বিভাগের নজরে আনা হলে আদালত শিশুদের মাকে জামিন দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English