রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

নিজস্ব চিপ বানাবে মাইক্রোসফটও

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৫৪ জন নিউজটি পড়েছেন

চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেলের চিপ ব্যবহার থেকে সরে আসতে চাইছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটও।

জানা গেছে নিজেদের ক্লাউড-কম্পিউটিং সার্ভিসেসচালিত সার্ভারে এবং সারফেস লাইনের কম্পিউটারে নিজেদের চিপ ব্যবহারে করবে প্রতিষ্ঠানটি।

এর আগে অ্যাপলও জানিয়েছিল তারা আর ইনটেম্লের চিপ ব্যবহার করতে চায় না। সম্প্রতি মাইক্রোসফটের এ সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছে সংশ্লিষ্ট এক সূত্র। ইনটেলের পরিবর্তে নিজেদের চিপে এআরএম টেকনোলজিসের প্রযুক্তি ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। এআরএম টেকনোলজিসকে চার হাজার কোটি ডলারের বিনিময়ে কিনে নিতে চাইছে মার্কিন চিপ এনভিডিয়া। মালিকানা হাতবদল এখন মাঝামাঝি পর্যায়ে রয়েছে।

মাইক্রোসফট অ্যাজিউর ক্লাউড কম্পিউটিংভিত্তিক বিভিন্ন সার্ভিস এবং সারফেস পিসির জন্য ইনটেল এবং এএমডির চিপের ওপর নির্ভরশীল। অবশ্য এরই মধ্যে এআরএম প্রযুক্তির সার্ভার চিপ বানাতে আমপেরে কম্পিউটিং এবং মার্ভেল টেকনোলজি গ্রুপ লিমিটেডের সঙ্গে কাজ শুরু করেছে।

আর কোয়ালকমের সঙ্গে মিলে ‘সারফেস প্রো এক্স’ ডিভাইসের জন্য এআরএম প্রযুক্তিভিত্তিক প্রসেসর তৈরিতে কাজ করছে মাইক্রোসফট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English