শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

চবির ক্যাম্পাসে কর্মচারীর লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৬১ জন নিউজটি পড়েছেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসের একটি বাসা থেকে মোহাম্মদ সালাউদ্দিন নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের কর্মচারী ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের দ্বিতীয় তলার বাসার দরজা ভেঙে ওই পিয়নের মরদেহ উদ্ধার করা হয়।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।

হাটহাজারী থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার পিয়ন সালাউদ্দিনের স্ত্রী বেড়াতে যান। এ সময় তিনি বাসায় একা ছিলেন।

রোববার সারাদিন মোবাইল ফোনে তার স্ত্রী যোগাযোগ করে না পেয়ে প্রতিবেশীদের জানান।

প্রতিবেশীরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে নিরাপত্তা দফতরকে জানালে পুলিশকে খবর দেয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে চেয়ারে বসা অবস্থায় দেখতে পায়। পরে চিকিৎসক এসে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের ধারণা, আনুমানিক ২৪ ঘণ্টা আগে স্ট্রোক করে তিনি মারা গেছেন। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English