মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

আশুগঞ্জে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, দুই পুলিশ আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৫২ জন নিউজটি পড়েছেন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. জামাল মিয়া উরফে বুজা জামাল (৪২) নামে এক মাদক কারবারিকে আটকের সময় তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা করেছে তার স্বজনেরা। সোমবার সকালে তাদের হামলায় সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন ও কনস্টেবল সোহানুর রহমান আহত হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার চর-চারতলা গ্রামের মহরম পাড়া থেকে মাদকদ্রব্যসহ জামালকে আটক করা হলে তার স্বজনেরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা করে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মাদক কারবারি জামাল মিয়াকে আটকে রাখা সম্ভব হয় এবং হামলাকারি স্বজনরা পিছু হটে। এ সময় তার কাছ থেকে ৬৯ বোতল ফেনসিডিল, ১ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত জামাল মিয়া চর-চারতলা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, পুলিশের কর্তব্যকাজে বাধা প্রদান ও মাদক আইনে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English