ভারতে ছয় ব্যক্তির দেহে করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
যে ছয় ব্যক্তির দেহে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে, তাঁরা সবাই সম্প্রতি যুক্তরাজ্য থেকে ভারতে ফেরেন।
শনাক্ত ছয়জনের মধ্যে তিনজন বেঙ্গালুরু, দুজন হায়দরাবাদ ও একজন পুনেতে চিকিৎসাধীন। তাঁদের প্রত্যেককে একক কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে।
শনাক্ত ছয় ব্যক্তির সান্নিধ্যে যাঁরা যাঁরা এসেছিলেন, তাঁদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ ছাড়া ভারতে আসার সময় উড়োজাহাজে তাঁদের সহযাত্রী কারা ছিলেন, তাঁদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে।
২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে যুক্তরাজ্য থেকে প্রায় ৩৩ হাজার যাত্রী ভারতে এসেছেন। তাঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের দেহে করোনার নতুন ধরন পাওয়া গেল।
করোনাভাইরাসের পরিবর্তিত রূপ (স্ট্রেইন) প্রথম শনাক্ত হয় যুক্তরাজ্যে। প্রায় সপ্তাহ দুয়েক আগে করোনার নতুন স্ট্রেইনের সংক্রমণের তথ্য জানায় যুক্তরাজ্য।
করোনার নতুন এই স্ট্রেইন আগের স্ট্রেইনের তুলনায় দ্রুত ও বেশি ছড়ায় বলে জানান বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, করোনার আগের ধরনের তুলনায় নতুন ধরনের ছড়ানোর ক্ষমতা ৭০ শতাংশ বেশি।
যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার জেরে সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়। ভারত গত সপ্তাহে যুক্তরাজ্য থেকে ফ্লাইট আসার ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেয়।