ইসলামের শিক্ষা হলো মানুষ আল্লাহর জন্য নিঃস্বার্থভাবে দান করবে। পার্থিব কোনো স্বার্থ হাসিলের জন্য নয়। এমনকি দাতা গ্রহীতাকে ছোট করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান সদকা ধ্বংস কোরো না।’ (সুরা : বাকারা, আয়াত : ২৬৪)
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তিন ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো কথা বলবেন না, তাদের প্রতি অনুগ্রহের দৃষ্টি দেবেন না, তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা হলো—১. যে ব্যক্তি পরিধেয় কাপড় টাখনু-গিরার নিচে ঝুলিয়ে দেয়, ২. খোঁটা দানকারী, যে কোনো কিছু দান করে খোঁটা দেয়, ৩. যে মিথ্যা শপথ করে দ্রব্যসামগ্রী বিক্রি করে।’ (সহিহ মুসলিম, হাদিস : ১৫৫)