সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

আয়করের টাকা জমা দিতে হবে আজকের মধ্যে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৬৪ জন নিউজটি পড়েছেন

ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ানোর পর আগামীকাল বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর ঐ সময়সীমা শেষ হচ্ছে। তবে আগামীকাল ব্যাংক হোলিডে হওয়ায় ব্যাংক লেনদেন বন্ধ থাকবে।

এ সংক্রান্ত ঝামেলা এড়াতে আজকের মধ্যে করদাতাদের আয়কর-সংক্রান্ত ব্যাংকিং লেনদেন সম্পন্ন করার জন্য ‘অনুরোধ’জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধের কথা জানানো হয়।

আয়কর আইন অনুযায়ী রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছুটি থাকলে পরদিন রিটার্ন জমা দেওয়ার বিধান রয়েছে; কিন্তু এক্ষেত্রে ব্যাখ্যা রয়েছে এনবিআরের।
এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যদি শেষ দিন জাতীয় ছুটি থাকে সেক্ষেত্রে পরদিন দেওয়ার সুযোগের কথা আইনে বলা রয়েছে; কিন্তু ব্যাংক হোলিডে কোনো জাতীয় ছুটি নয়। ফলে ঝামেলা এড়াতে আজ বুধবারের মধ্যে পে-অর্ডারের কাজ সম্পন্ন করতে হবে। তবে আগামীকাল রিটার্ন জমা দেওয়া যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English