সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

দলীয় বিভেদের রাজনীতি পরিহার করুন: আইনমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘দলীয় বিভেদের রাজনীতি পরিহার করুন। আপনারা যদি বঙ্গবন্ধুর রাজনীতি করেন, আর দেশকে ভালোবাসেন, তাহলে বিভেদের রাজনীতি পরিহার করুন। ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।’

আজ বুধবার দুপুরে কসবা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্র বিজয় দিবস’ উদ্‌যাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ ৩০ ডিসেম্বর দেশব্যাপী ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদ্‌যাপন করছে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ ৩০ ডিসেম্বর দেশব্যাপী ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদ্‌যাপন করছে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো।
আনিসুল হক বলেন, জননেত্রী শেখ হাসিনা এই দিনে গণতন্ত্র পুনরুদ্ধার করেন। এদিন উন্নয়নের চাকা চলতে শুরু করেছে এবং তা এখন দৌড়াচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের-গণতন্ত্রের বিজয় হয়েছে।

মন্ত্রী বলেন, রাজাকার, আলবদর যারা স্বাধীন বাংলাদেশ চায় না, তারা কিন্তু বসে নেই। বিএনপি-জামায়াত হচ্ছে রাজাকার, আলবদরদের রাজনৈতিক সংগঠন। তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। তারা চাইছে বাংলাদেশ যেন একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত হয়। তারা তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

আইনমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস দেশের সব কর্মকাণ্ডকে স্থবির করে দিয়েছে। জননেত্রী শেখ হাসিনা এই দুর্যোগ মোকাবিলায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন।

কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত গণতন্ত্রের বিজয় দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ উল আলম, কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. আবু জাহের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English