মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

খুলনায় এগিয়ে চলছে ভূমিহীনদের জন্য গৃহনির্মাণ কাজ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৪১ জন নিউজটি পড়েছেন

খুলনায় এগিয়ে চলছে ভূমিহীন ও হতদরিদ্রদের জন্য গৃহনির্মাণ কাজ। মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ৯২২ গৃহহীন পরিবারের জন্য সরকারি ব্যবস্থাপনায় এসব ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। রূপসা উপজেলায় ৭২টি ঘর নির্মাণের কাজ চলছে। ইতোমধ্যে ৩৫টি ঘর তৈরির কাজ শেষ হয়েছে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন শুক্রবার দুপুরে রূপসা উপজেলায় দরিদ্র মানুষদের জন্য ঘর তৈরি কার্যক্রম ও অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন এবং সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, গৃহহীন মানুষগুলো প্রধানমন্ত্রীর উদ্যোগে স্থায়ীভাবে বসবাস করার জন্য একটি করে ঘর পাচ্ছেন, এটাই হবে মুজিববর্ষের সেরা উপহার।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান জানান, খুলনা জেলায় ৫ হাজার ৮৮ ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে। প্রথম পর্যায়ে ৯২২ পরিবারের জন্য ঘর নির্মাণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নতুন বছরে এসব ঘর তুলে দেওয়া হবে। তিনি আরও বলেন, ঘরগুলো যাতে টেকসই এবং মানসম্মত হয় সেজন্য জেলা ও উপজেলা পর্যায়ের মনিটরিং কমিটি নিয়মিত তদারকি করছে।

নির্মাণ কাজ পরিদর্শনকালে রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English