করোনার কারণে গত বছর বলিউডের অনেক তারকার বিয়েই যায় পিছিয়ে। কেউ কেউ আবার স্বল্প পরিসরে সারেন বিয়ের অনুষ্ঠান। গত বছর নতুন ঘর বাঁধার তালিকায় ছিলেন আলিয়া ভাট-রণবীর কাপুর, বরুণ ধাওয়ান-নাতাশা দালাল আর রিচা চাড্ডা-আলী ফজল। আশা করা হচ্ছে এ বছর বাজতে পারে তাদের বিয়ের সানাই। এছাড়া সালমান খান, ক্যাটরিনা, ভিকি কুশল, জ্যাকুলিন, শ্রদ্ধা কাপুরের মতো তারকাদেরও ছাদনা তলায় যাওয়ার সম্ভাবনা আছে।
গত বছরের শুরু থেকেই বিয়ের প্রসঙ্গে বহুবার খবরের শিরোনাম হয়েছেন বলিউডের জনপ্রিয় প্রেমিক জুটি আরিয়া ভাট ও রণবীর কাপুর। কিন্তু তাদের বিয়েটা আটকে ছিল ঋষি কাপুরের অসুস্থতায়। কথা ছিল, রণবীরের বাবা ঋষি কাপুর একটটু সুস্থ হয়ে উঠলেই বিয়ের বাদ্য বাজবে এই দুই পরিবারে। কিন্তু ঋষি কাপুর অসুস্থ থাকা অবস্থায় শুরু হলো লকডাউন। আর লকডাউনেই চলে গেলেন ঋষি। তবে প্রেমিকের বাবার মৃত্যুতে পুত্রবধূর সব দায়িত্বই পালন করেছেন আলিয়া ভাট। আর লকডাউনে এক ছাদের নিচে থাকছেন এই জুটি। তবে ভাট ও কাপুর পরিবারের সিদ্ধান্ত অনুসারে, এ বছরের দ্বিতীয় ভাগে হবে এই জুটির বিয়ে।
রিচা চাড্ডা ও আলী ফজল
রণবীর-আলিয়া বা বরুণ-নাতাশা জুটিকে পেছনে ফেলে সবার আগেই গত ১৫ এপ্রিল চার হাত এক করার কথা ছিল রিচা চাড্ডা ও আলী ফজল জুটির। কোথায় কী অনুষ্ঠান হবে, কত দিন ধরে হবে, কী পদ খাওয়ানো হবে, কী গান বাজবে, কারা আসবে, কারা নাচবেÑ সব ঠিক ছিল। কিন্তু সব এলোমেলো করে দিল কোভিড-১৯। ২০২১ সালের এপ্রিলেই বিয়ে করবেন এই জুটি। কোর্টে রেজিস্ট্রির জন্য আবেদনও জানিয়েছেন। বিয়ের আয়োজন খুব ছোট হবে। কাছের কিছু মানুষ নিয়ে শুভ কাজ সারবেন তারা।
বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল
গত বছরই ধাওয়ান ও দালাল পরিবারের পক্ষ থেকে বিয়ের সব আয়োজনের ব্যবস্থা করা হচ্ছিল। একাধিকবার আলোচনায়ও বসেছিল এই দুই পরিবার। তবে করোনার কারণে সিদ্ধান্ত পাল্টাতে হয় তাদের। ২০২১ সালে সব স্বাভাবিক হলে নতুন করে বিয়ের আয়োজন নিয়ে ভাববেন তারা।
হ মেলা ডেস্ক