সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

‘ত্রিভঙ্গ’ কবে আসবে, জানালেন কাজল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

নতুন বছরের প্রথম দিনেই অনুরাগীদের উপহার দিলেন কাজল। শুরু করলেন নিজের ওয়েব দুনিয়ার পথচলা। প্রকাশ্যে এলো তার প্রথম ওয়েব অরিজিনাল ফিল্ম ‘ত্রিভঙ্গ’র টিজার। ছবিটি পরিচালনা করেছেন অভিনেত্রী রেণুকা সাহানে। কাজল ছাড়া টিজারে রয়েছেন তনভি আজমি ও মিথিলা পালকর। আগামী ১৫ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘ত্রিভঙ্গ’।

তিন ভিন্ন বয়সের নারীর কাহিনি ফুটে উঠেছে নেটফ্লিক্সের নতুন এই ছবির আগাম ঝলকে। কাজল, তনভি আজমি ও মিথিলা ছাড়াও এতে অভিনয় করছেন কুণাল রায় কাপুর, মানব গোহিল, কনওয়ালজিৎ সিং।

টিজার আপলোড করে ক্যাপশনে রেণুকা লিখেছেন, প্রায় ৬ বছর ধরে ‘ত্রিভঙ্গ’র কাহিনি আমার জীবনের অঙ্গ হয়ে উঠেছিল। বাস্তবের অনুপ্রেরণায় তৈরি এই চরিত্রগুলোকে রক্তমাংসের ধাঁচে তুলে ধরেছেন কাজল, তনভি এবং মিথিলা। সেই সঙ্গে তিন নারীকে ধন্যবাদও দিয়েছেন পরিচালক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English