মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

রাজশাহীতে মদপানে ৩ যুবকের মৃত্যু, আশঙ্কাজনক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৩৩ জন নিউজটি পড়েছেন

রাজশাহী মহানগরীতে অতিরিক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আছেন আরো দু’জন।

মহানগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫) এবং বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫)।

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন মহানগরীর হেতমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) ও একই এলাকার হাবিবের ছেলে কলপ (২২)।

ওসি জানান, শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় তারা মদপান করেন। তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English