ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি জরিপের আগের ম্যানুয়াল পদ্ধতি এখন ডিজিটাল করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল যুগে প্রবেশ করে বিডিএসের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় বিশাল পরিবর্তন হলো। ভূমি ব্যবস্থাপনায় ৩০ বছরের পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। এটি ধাপে ধাপে হালনাগাদ করা যাবে, কিন্তু আর পরিবর্তন করতে হবে না। কারণ, ডিজিটাল জরিপে ভুল হতে পারে না। আর ভুল হলেও আপিল করে খুব সহজেই সংশোধন করা যাবে।
আজ শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর জৈদ্দারহাটে উপজেলার বারশত ও রায়পুর ইউনিয়নের ডিজিটাল জরিপের উদ্বোধনকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ভূমির দখলস্বত্ব আইনকে আমূল পরিবর্তন করে যুগোপযোগী করা হবে। কারণ, ভূমি গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্য মারামারি এবং খুনখারাবিও হয়।
ডিজিটাল জরিপে ভুল হতে পারে না। আর ভুল হলেও আপিল করে খুব সহজেই সংশোধন করা যাবে।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় বক্তব্য দেন জরিপ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক এ টি এম নাছির মিয়া এবং ‘অনলাইন ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভে’ সফটওয়্যারের উদ্ভাবক মো. মোমিনুর রশীদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, বারশত ইউপির চেয়ারম্যান কাইয়ুম শাহ এবং রায়পুর ইউপির চেয়ারম্যান জানে আলম।