সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

কষ্টের জয়ে বছর শুরু মেসিদের

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৩৫ জন নিউজটি পড়েছেন

১৬ ম্যাচে জয় মাত্র একটি। তবে ড্র নয়টি। সব মিলিয়ে পয়েন্ট ১২। অবস্থান সবার নিচে। এমন দলের বিরুদ্ধে বার্সা জিতবে হেসে খেলে। এটাই ছিল অনুমিত। কিন্তু স্প্যানিশ লা লিগায় সোমবার হুয়েস্কার মাঠে রীতিমতো ঘাম ঝড়াতে হলো মেসিদের। অনেক কষ্টে বার্সা জিতেছে ১-০ গোলে।

হুয়েস্কার পণ যেন ছিল, যেকোন মূল্যের রক্ষণ সামলাও। গোল হজম করা যাবে না। সেটাতে প্রায় সফল তারা। এর মাঝে বার্সার একটি গোল পার্থক্য গড়ে দেয়। কাতালানদের হয়ে একটি গোল করেন ফ্রাংলে ডি জং।

এই ম্যাচে চোট কাটিয়ে ফিরেছিলেন লিওনেল মেসি। খেলেছেন ভালো। তবে গোলের সুযোগও নষ্টও করেছেন অনেক। হতাশা উপহার দেয়া তালিকায় আছেন উসমান দেম্বেলে ও পেদ্রিরাও। প্রথমার্ধে বার্সেলোনার ১৩ শটের চারটি ছিল লক্ষ্যে।

২৭ মিনিটে নিজেদের রক্ষণভাগকেও হুয়েস্কার সীমানায় তুলে আনা বার্সেলোনা পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। বাঁ দিক থেকে ছোট ডি-বক্সের মুখে বাড়ানো মেসির দারুণ ক্রসে লাফিয়ে দেওয়া টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন ডি জং।

৪১ মিনিটে মেসির দারুণ ফ্রি কিক রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে বাঁক খেয়ে জালে জড়াতে যাচ্ছিল। ঝাঁপিয়ে কোনোমতে এক হাত দিয়ে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান গোলরক্ষক ফার্নান্দেস।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য অনেক চেষ্টা করে গেছে বার্সা। মেসির ৬৯ মিনিটের জোরালো শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ৭৭ মিনিটে দেম্বেলের আরেকটি প্রচেষ্টা রুখে ব্যবধান বাড়তে দেননি ফার্নান্দেস। কষ্টের হলেও স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সাা।

দিনের অন্য ম্যাচে আলাভেসের মাঠে ২-১ গোলে জিতে শীর্ষে ফিরেছে আটলেটিকো মাদ্রিদ। ১৫ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ৩৮। দুইয়ে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৬। দুটি ম্যাচ বেশি খেলেছে তারা। সেখানে ১৬ ম্যাচে ৮ জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে বার্সা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English