রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

অক্সফোর্ডের টিকা ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৪২ জন নিউজটি পড়েছেন

ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার করোনা ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

সোমবার (৪ জানুয়ারি) ভ্যাকসিন আমদানিতে বেক্সিমকোকে এনওসি দেয়া হয়।

ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল ডা. মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছি। তারা চাইলে এখন ভ্যাকসিন আনতে পারবে।

জানা গেছে, আজ সন্ধ্যায় টিকা আমদানির অনুমোদন দেয় অধিদফতর। এর আগে দুপুরে এনওসি চেয়ে আবেদন করে বেক্সিমকো।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ধাবিত করোনার টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। এর ফলে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা দেশে আনতে আর কোনো বাধা থাকছে না।

ঔষধ প্রশাসন অধিদফতরের পরিচালক আইয়ুব হোসেনের বরাত দিয়ে স্বাস্থ্য বিষয়ক অনলাইন চ্যানেল ডক্টর টিভি জানায়, অক্সফোর্ডের টিকা আনার জন্য অনুমোদন পাওয়ায় বেক্সিমকো এখন ভ্যাকসিনটি আনতে পারবে। তারা নো অবজেকশন সার্টিফিকেট পেয়েছেন।

কবে নাগাদ ওষুধ আসতে পারে জানতে চাইলে ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক আইয়ুব হোসেন বলেন, অনুমোদন পাওয়ার এক মাসের মধ্যেই টিকাটি পেতে যাচ্ছে বাংলাদেশ। এমনকি ১০ দিনের মধ্যেও চলে আসতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English