সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

দেশের হলে ১২ মাসে দশ হিন্দি ছবি চালানোর প্রস্তাব

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

দেশের সিনেমা হলগুলো সচল রাখতে হিন্দি ছবি প্রদর্শনের প্রস্তাব উঠেছে। এ ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক ও পরিচালক সমিতির নেতারা।

সিনেমা হল বন্ধ ঠেকাতে সীমিত আকারে হলেও ভারতীয় ছবি আমদানির দাবি জানিয়ে আসছিলেন দেশের হল মালিকরা। সেই দাবির পরিপ্রেক্ষিতেই তিন সংগঠনের এই ঐক্যমতে আসা বলে জানিয়েছেন নেতারা।

সম্প্রতি তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে করে হল মালিকরা বছরে দশটি ভারতীয় হিন্দি ছবি আমদানি করে প্রদর্শনের প্রস্তাব দেন। বিপরীতে বছরে ১০টি সিনেমা আমদানির আশ্বাসও পেয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

হল মালিক ও প্রদর্শক সমিতির সিনিয়র সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, ‘সরকার হিন্দি ছবি আমদানির আশ্বাস দিয়েছেন। আমরা বছরে ১০টার বেশি হিন্দি ছবি আমদানির প্রস্তাব দিয়েছি। প্রস্তাবে কিছুটা সায় মিলেছে।’

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ছবি আমদানির অনুমতি পেলেই আমরা চিন্তা করবো কোন হিন্দি সিনেমাগুলো প্রদর্শন করবো।

এর আগে প্রযোজক, পরিচালক এবং প্রদর্শক সমিতির নেতারা নিজেরা বৈঠক করেন। সেখানে বৈঠক শেষে হিন্দি ছবি আনার ব্যাপারে একমত হন তারা।

তবে দেশে হিন্দি ছবি আনার অনুমতি পেলেও আপাতত তা প্রদর্শনের উপযুক্ত নয় দেশের প্রায় সিনেমা হল। তাই সংশ্লিষ্টরা বলছেন সরকার বলিউডের ছবি আমদানির অনুমতি দিলে মালিকপক্ষ তাদের সিনেমা হল সংস্কারের কাজ শুরু করবেন।

হিন্দি সিনেমা আমদানির অনুমতির পাশাপাশি সিনেমা শিল্পকে বাঁচাতে তিন সংগঠনের পক্ষ থেকে সরকারকে খুব দ্রুত চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে শিল্পের সকল সুবিধার আওতায় আনারও দাবি জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English