রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৩৮ জন নিউজটি পড়েছেন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তবে যাদের ব্যাপারে তদন্ত কার্যক্রম চলছে, তারা এ তালিকা থেকে আপাতত বাদ থাকবেন। তদন্ত শেষে যারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন, পরে তারা তালিকায় যুক্ত হবে।

তিনি শনিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেডের সহযোগিতায় কালাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন নির্মাণ ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘আগে যে তালিকা করা হয়েছিল সেখানে ভুলক্রমে যারা আওতাভুক্ত নন তাদের নাম এসেছে, আবার যাদের নাম আওতাভুক্ত হওয়ার কথা তাদের অনেকের নাম বাদ পড়েছে। তাই আমরা তালিকা প্রকাশের কাজ তিন সপ্তাহ পিছিয়ে দিয়েছি, এ মাসের ৩০ তারিখে সেটা করা হবে। কারো নাম ভুলক্রমে বাদ গেলে তিনি যদি সেটি আমাদের নজরে আনেন তবে তা সংশোধন করব। এরপর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তালিকা প্রকাশ করে জাতির সামনে তা উপস্থাপন করা হবে, আপত্তির গ্রহণের জন্য ৩০ দিন সময় দেয়া হবে। আপত্তি না থাকলে ২৮ ফেব্রুয়ারি মধ্যে আমরা চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করব। এরপর আগামী ২৬ মার্চ আমরা মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করব ইনশাল্লাহ। কারো ব্যাপারে যদি তদন্তাধীন থাকে ওই তদন্ত নিষ্পত্তির পর তারা যদি মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হন, তবে তারা সংযুক্ত করা হবে।’

গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য লে: কর্ণেল (অব:) মোহাম্মদ ফারুক খান, সিটি মেয়র মো: জাহাঙ্গীর আলম, সামিট গ্রুপের কর্মকর্তা মোজাম্মেল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন প্রমুখ।

সাবেক মন্ত্রী লে: কর্ণেল (অব:) মোহাম্মদ ফারুক খান বলেন, ‘শেখ হাসিনার সরকার শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছেন। শেখ হাসিনার নেতৃত্বের কারণে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশ শিগগিরই বিশ্বের উন্নত ৩০ দেশের তালিকায় স্থান করে নিবে। দেশে গ্রাম ও শহরের ভেদাভেদ থাকবে না। আমরা ওই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি।’

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙ্গালী জাতিকে কেউ দাবায়ে রাখতে পারবে না। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি পদ্মা সেতুসহ বিভিন্ন উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছেন। গাজীপুর সিটি করপোরেশনকেও আধুনিক ও গ্রীণ সিটি করার কার্যক্রম এগিয়ে চলছে।

এর আগে মন্ত্রী ফিতা কেটে ওই স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, শিক্ষাবিদ, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।

আয়োজকরা জানান, প্রায় পাঁচ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে সামিট গ্রুপের পৃষ্ঠপোষকতায় তিনতলা বিশিষ্ট এ স্কুল ভবনটি নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ে সাইন্স ল্যাব ও কম্পিউটার ল্যাবের জন্য আলাদা কক্ষসহ ১০টি শ্রেণী কক্ষ, গ্রন্থাগার, ক্যান্টিন ও অভিভাবকদের জন্য বিশ্রামাগারসহ আধুনিক সুযোগ সুবিধা ও শিক্ষার অন্য সুবিধাদি রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English