নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের অভ্যন্তরে কুনতং এ্যাপারেলস লিমিটেড কারখানায় দুই মাসের বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
সড়ক অবরোধ করে বিক্ষোভ চলাকালে পুলিশ বাধা দিলে শ্রমিক পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকরা ইট পাটকেল ছুঁড়লে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে শ্রমিকদের রাস্তা থেকে ছত্রভঙ্গ করে দেয়। এসময় আহত হন অন্তত ১৫ জন।
শনিবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিক বকেয়া বেতন-ভাতার দাবিতে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে রাখলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এতে রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে থানা ও শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শ্রমিকদের দাবি, তাদের দুই মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ না করে গত বছরের ১০ আগস্ট কুনতং এ্যাপারেলস কর্তৃপক্ষ দুই দিনের ছুটি ঘোষণা করে কারখানাটি বন্ধ করে দেয়। সেই থেকে কারখানাটি বন্ধ রাখা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী জানান, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে মালিকপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।