সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

আবারও ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার আশঙ্কা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৪০ জন নিউজটি পড়েছেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে আবারো ট্রাম্প সমর্থকদের হামলার আশঙ্কা দেখা দিয়েছে। এ জন্য দেশজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাইডেনের জয় ঠেকাতে ট্রাম্প সমর্থকদের ব্যর্থ অভ্যুত্থানের পর তারা আবার হামলা করতে পারে এমন আশঙ্কার খবর প্রচার করছে মার্কিন গণমাধ্যম সিএনএন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের এক সতর্কতার বরাত দিয়ে ওই খবরে বলা হয়, বাইডেনের ২০ জানুয়ারির শপথ অনুষ্ঠানের আগে ১৭ জানুয়ারি ট্রাম্পের উগ্র সমর্থকরা ক্যাপিটল হিল প্রাঙ্গণে আবারো হামলা চালাতে পারে। বাইডেনের ক্ষমতা গ্রহণ ঠেকাতে এ হামলাকে তারা শেষ সুযোগ হিসেবে বেছে নিতে পারে।

৬ জানুয়ারি ইতিহাসের কলঙ্কজনক হামলার পর ট্রাম্প টুইটারে দ্বিতীয় হামলার জন্য তার সমর্থকদের উদ্বুদ্ধ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্ম ১৭৭৬ সালের ৪ জুলাই এবং মৃত্যু ২০২১ সালের ২০ জানুয়ারি, তাই দেশ রক্ষায় এটা শেষ সুযোগ। এমন ভয়াবহ বার্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন বাইডেনের শপথ অনুষ্ঠানের আগে উগ্রপন্থিরা সহিংসতার পথ বেছে নিতে পারে, যা নিয়ে নিরাপত্তা বাহিনীর এখনই কাজ করা প্রয়োজন।

প্রথমবারের মতো ট্রাম্প পরাজয় মেনে ক্ষমতা হস্তান্তরের কথা স্বীকার করলেও ২০ জানুয়ারির বাইডেনের শপথ অনুষ্ঠানে তার না থাকার ঘোষণা সন্দেহজনক বলে মনে করছেন বিশ্লেষকরা। ইতোমধ্যেই স্পিকার ন্যান্সি পেলোসি মার্কিন শীর্ষ জেনারেল জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলির সঙ্গে আলোচনা করে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে তার উদ্বেগ প্রকাশ করে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English