ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। স্থানীয় সময় শনিবার তাদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়।
শনিবার বাকিংহাম প্যালেসের মুখপাত্র এ তথ্য জানায়। খবর সিএনএনের
ব্রিটিশ রাজপরিবারের সূতের বরাত দিয়ে খবরে বলা হয়, রাজকীয় আবাসিক উইন্ডসর ক্যাসলে তাদের পারিবারিক ডাক্তারের মাধ্যমেই তারা টিকা গ্রহণ করেছেন।
শনিবার একটি বিবৃতিতে জানানো হয়, রানি এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে টিকা নিয়েছেন। রানি এলিজাবেথের বয়স ৯৪ বছর, প্রিন্স ফিলিপের ৯৯ বছর।
রানি এলিজাবেথ করোনাভাইরাস টিকা বিষয়ে কোনো ধরনের গুজব যেন না ছড়ায়, সেজন্য নিজেদের টিকা গ্রহণের খবর প্রকাশ্যে এনেছেন। সাধারণত রাজপরিবারের স্বাস্থ্যবিষয়ক কোনো খবর বাইরে প্রকাশ করা হয় না।
প্রিন্স ফিলিপ ও রানি এলিজাবেথ দম্পতির ছেলে প্রিন্স চার্লস (৭২) গত মার্চে করোনাভাইরাস পজিটিভ হয়েছিলেন। এরপর তিনি নিয়মমতো আইসোলেশনে চলে যান। ব্রিটিশ রাজপরিবারের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি জানান, তিনি খুব ভাগ্যবান, করোনার কেবল হালকা উপসর্গ ছিল তার। খুব হালকাভাবে সুস্থ হয়েছেন।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষকে কভিড-১৯-এর টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাজ্যে ৮০ বছরের বেশি বয়সীদের অগ্রাধিকারভিত্তিতে আগে টিকা দেওয়া হচ্ছে।