সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ওয়াহাব রিয়াজকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় শোয়েব মালিক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ২৬ জন নিউজটি পড়েছেন

গিয়েছিলেন লাহোরে। পিএসএলের আসন্ন আসরের জন্য খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। নিজের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির একজন মুখপাত্র হিসেবে।

অনুষ্ঠান শেষে হোটেলে ফিরতে গিয়েই বেধেছে বিপত্তি। সড়ক দুর্ঘটনার কবলে পড়েন শোয়েব মালিক। তবে কপাল ভালো, তেমন কিছুই হয়নি সাবেক পাকিস্তানি এই অধিনায়কের। বড় বাঁচা বেঁচে গেছেন তিনি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পাশে হাইপারফরম্যান্স সেন্টারে আয়োজিত হয়েছে পিএসএলে খেলোয়াড়দের ড্রাফট। সে অনুষ্ঠানেই ছিলেন শোয়েব মালিক।

অনুষ্ঠান শেষে হোটেল ফেরার পথে সাবেক পাকিস্তান সতীর্থ ওয়াহাব রিয়াজের গাড়ি ওভারটেক করতে গিয়েই ঝামেলা বাধান।

নিকটবর্তী এক রেস্টুরেন্টের পাশে পার্ক করা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়ে শোয়েবের স্পোর্টসকারের।

স্পোর্টসকারটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হলেও বেঁচে গেছেন শোয়েব। খবর নিশ্চিত করেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো।

পরে শোয়েবের ব্যক্তিগত সহকারী ও শোয়েব নিজেও টুইটারে নিজের সুস্থতার কথা জানিয়েছেন। দুশ্চিন্তা করতে মানা করেছেন ভক্ত-সমর্থকদের।

টুইটারে শোয়েব লিখেছেন, ‘সবাইকে জানাচ্ছি, আমি একদম সুস্থ আছি। সর্বশক্তিমান আমার প্রতি অনেক দয়াশীল ছিলেন, তাই বেঁচে গিয়েছি। যাঁরা খোঁজ নিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা পেয়ে আমি কৃতজ্ঞ।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English