রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

নিকটাত্মীয়রাও বিরাট-আনুশকার সন্তান দেখতে পাচ্ছেন না

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৪০ জন নিউজটি পড়েছেন

বাবা-মা হয়েছেন ভারতের তারকা দম্পতি বিরাট ও আনুশকা। দেশটির অন্যতম বড় সেলিব্রিটি দম্পতি হওয়ায় তাদের সন্তানকেও এক ঝলক দেখতে উদগ্রীব হয়ে ছিলেন অনেকে। পাপারাৎজিদের ক্যামেরাও তাক করা ছিলো। কখন বিরুশকা দম্পতির প্রথম সন্তানের ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করবে! কিন্তু এর কিছুই হয়নি। ক্যামেরার আলো যেনো নবজাতকের কাছে না পৌছায় এর জন্য হাসপাতেল কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিলো বিরুশকা।

নবজাতক সন্তানের নিরাপত্তার স্বার্থে হাসপাতালে খুব কাছের আত্মীয়-স্বজনদেরও সন্তানকে দেখার অনুমনি দেননি আনুশকা ও বিরাকট কোহলি। খবর বলিউড হাঙ্গামা।

সন্তান ও বিরুশকার গোপনীয়তা রক্ষার জন্য হাসপাতালে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। হাসপাতালে কোনও ফুল বা অন্যান্য উপহার গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাপারেও ছিলো কঠোর নিয়ম। সেখানে এতোটাই সুরক্ষা নেয়া হয় যে হাসপাতালের অন্যান্য কর্মীদের আনুশকার ঘরে উকি দিয়ে দেখার অনুমতিও দেওয়া হয়নি।

ভারতীয় কোন ম্যাগাজিন যেনো তাদের মেয়ের ছবিগুলো গোপনে তোলে ব্যবহার না করতে পারেন এ ব্যাপারেও বিরাট-আনুশকা বেশ সতর্ক ছিলো বলের এক প্রতিবেদনে জানায় বলিউড হাঙ্গামা।

২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক রিসোর্টে কোহলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আনুশকা শর্মা। বিয়ের চার বছরের মাথায় গত ১১ জানুয়ারি বিকেলে মুম্বাইতে কন্যা সন্তানের জন্ম দেন আনুশকা শর্মা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English