রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

আড়াই ঘণ্টায় ডিএসইতে সূচক বেড়েছে ১৫৫ পয়েন্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৪১ জন নিউজটি পড়েছেন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিভিন্ন পদক্ষেপে‌ দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসেও বেশির ভাগ শেয়ারের দর বৃদ্ধির মধ্য দিয়ে চলছে দিনের লেনদেন। সকাল সাড়ে ১০টায় দিনের লেনদেন শুরুর আড়াই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৫৫ পয়েন্ট।

বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়ে লেনদেন হচ্ছিল ২২৪টির এবং দর কমে লেনদেন হচ্ছিল ৬৫টির। এ ছাড়া আগের দিনের দরে লেনদেন হচ্ছিল ৭০টি। উল্লেখিত সময় পর্যন্ত ডিএসইতে ১ হাজার ৪২২ কোটি টাকারও বেশি মূল্যের শেয়ার কেনাবেচা হয়।

বেশিরভাগ শেয়ারের দরবৃদ্ধির প্রভাবে ডিএসইর সবগুলো সূচকেই দেখা যাচ্ছে ঊর্ধ্বগতি। দুপুর ১টা পর্যন্ত ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯২৫ পয়েন্টে, ডিএসইএস সূচক ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৪ পয়েন্টে ও ডিএসই৩০ সূচক ৭৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩৮ পয়েন্টে অবস্থান করছিল।

এদিকে ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বৃহস্পতিবার বেশিরভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দরবৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন চলছে। দুপুর ১টা পর্যন্ত এই স্টক এক্সচেঞ্জ লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৬৪টির দর বেড়ে ও ৬৪টির দর কমে লেনদেন হচ্ছিল। এছাড়া আগের দিনের দরে লেনদেন হচ্ছিল ৩৬টি।

বেশিরভাগ শেয়ারের দাম বৃদ্ধির প্রভাবে ডিএসইর মতো সিএসইর সবগুলো সূচকেও উর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। দুপুর ১টা পর্যন্ত সিএসই৫০ সূচক আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৮ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২৫৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৫৪ পয়েন্টে, সিএসইএক্স সূচক ২৮৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪১০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪১৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২৫৯ পয়েন্টে ও সিএসআই সূচক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০০ পয়েন্টে অবস্থান করছিল।

উল্লেখিত সময় পর্যন্ত সিএসইতে ৬০ কোটি ৬৯ লাখ টাকারও বেশি মূল্যের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English