রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৩৪

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৩০ জন নিউজটি পড়েছেন

ইন্দোনেশিয়ায় এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৪ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরে দেশটির সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পের ঘটনায় কয়েকশ’ মানুষ আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। অনেক ভবন ধ্বংস হয়েছে।

স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলী রহমান জানান, সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী ২৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।

এই ভূমিকম্পের উৎস ছিল মাজেনি শহরের ৬ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার তথ্যমতে, সুলাওয়েসির শহর দক্ষিণ মামুজুতে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মারা গেছে ৩৪ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English