রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

উইন্ডিজ দলের লেগস্পিনার করোনায় আক্রান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৩৪ জন নিউজটি পড়েছেন

করোনাভাইরাসের অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর থেকে নাম সরিয়ে নিয়েছিলেন টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, ওয়ানডে অধিনায়ক কাইরন পোলার্ড।

একই কারণে আসেননি ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রোস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার ও নিকোলাস পুরান।

পারিবারিক কারণ দেখিয়ে আসেননি ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডোরিচ। যে কারণে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

এর পরও ওয়েস্ট ইন্ডিজ শিবিরে করোনার হানা থামেনি। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলটির লেগস্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র।

বুধবার করা দ্বিতীয় পরীক্ষায় ওয়ালশের শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত হতে আরও একবার করানো পরীক্ষা করানো হয়। এতেও পজিটিভ রিপোর্ট আসে।

ফলে আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে পারছেন না ওয়ালশ।

এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, লেগস্পিনার ওয়ালশ কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। আপাতত সেলফ আইসোলেশনে চলে গেছেন তিনি। করোনা পরীক্ষায় দুবার নেগেটিভ আসার পর আইসোলেশন থেকে মুক্তি মিলবে ওয়ালশের। অর্থাৎ বুধবার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়ালশ। পরীক্ষায় বাকিদের ফল নেগেটিভ এসেছে। কয়েক দিনের মধ্যে তৃতীয় দফার পরীক্ষা করা হবে উইন্ডিজ ক্রিকেটারদের।

ওয়ালশের পরিবর্তে কাকে নেওয়া হবে সে বিষয়ে কিছু জানায়নি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ দলে করোনার হানা পড়েছিল বাংলাদেশে পৌঁছানোর আগেই। দলটির ওয়ানডে স্কোয়াডে থাকা ডানহাতি মিডিয়াম পেসার রোমারিও শেফার্ডের করোনা পজিটিভ ধরা পড়ে। যে কারণে ২৬ বছর বয়সী এই পেসার বাংলাদেশ সফরে যুক্ত হতে পারেননি।

প্রসঙ্গত, আগামী ২০ জানুয়ারি শুরু হচ্ছে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুটি ম্যাচ হবে ২২ ও ২৫ জানুয়ারি। তিনটি ম্যাচই বেলা সাড়ে ১১টায় শুরু হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English