স্প্যানিশ সুপার কোপার ফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কাতালান কোচ হিসেবে রোনাল্ড কোম্যান দলকে প্রথমবার আসরের ফাইনালে তুলেছেন। কোচ হিসেবে প্রথম এবং মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলতে অবশ্য বড় পরীক্ষা দিতে হবে কাতালানদের।
কারণ বড় এই ম্যাচে আবার লিওনেল মেসির ইনজুরির কারণে খেলা প্রায় অনিশ্চিত। বার্সা কোচও দিতে পারেননি তেমন কোন আশার বাণী। তবে ১৭ জানুয়ারির মধ্যে সুস্থ হয়ে উঠলে ফাইনালে বার্সা অধিনায়ককে দলে পাবেন কোচ। তার কিছুটা ইনজুরি আছে যে কারণে বুধবার রাতের ম্যাচেও মাঠে দেখা যায়নি বার্সেলোনার ইতিহাস সেরা ফুটবলার মেসিকে।