বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

এখনই বিজয়ের মালা পরতে চান না ওবায়দুল কাদেরের ভাই

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৭৩ জন নিউজটি পড়েছেন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বহুল আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র আবদুল কাদের মির্জা এখনই বিজয়ের মালা পরতে চান না।

নির্বাচনে বিজয়ের পর তিনি বলেছেন, এ বিজয় জনতার বিজয়, এ বিজয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, বিদ্রোহের বিজয়। আমি সেদিন বিজয়ের মালা পরব, যেদিন আমার দেয়া প্রতিশ্রুতি পালন করতে পারব।

শনিবার নির্বাচন শেষে ইভিএমে ভোট গণনার পর সন্ধ্যা ৬টায় বিপুল ভোটে বিজয়ী আবদুল কাদের মির্জা তার পাশে থাকা সাংবাদিকদের এসব কথা বলেন।

আবদুল কাদের মির্জা বলেন, অবিলম্বে কবিরহাট ও কোম্পানীগঞ্জে ৫শ’ করে অন্তত এক হাজার বেকার যুবককে চাকরি দিতে হবে। এছাড়া টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, মাদক ব্যবসাসহ অপরাজনীতি বন্ধ করতে হবে।

ফেনী ও নোয়াখালী জেলায় হাওয়া ভবনের ব্যবসায়ী অংশীদার ১/১১ এর কুশীলবের ভাইসহ রাজাকার পরিবারের সদস্যদের কমিটি থেকে বের করে এ দুই জেলায় কমিটি পুনর্গঠন করতে হবে।

প্রয়োজনে নোয়াখালীতে মুক্তিযুদ্ধের বীর সেনানী মাহমুদুর রহমান বেলায়েত ও অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের নেতৃত্বে এবং ফেনীতে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও জয়নাল হাজারীর নেতৃত্বে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে হবে।

তিনি বলেন, রাষ্ট্রের আইনকে তোয়াক্কা না করে পুলিশ এমপিদের মদের আসর পাহারা দেয়া বন্ধ করতে হবে। বড় বড় মাদকের গডফাদার সে যেই হোক, তাদের আইনের আওতায় আনতে হবে।

ফেনীর উপজেলা চেয়ারম্যানকে গুলি করে গাড়িসহ পুড়ে হত্যার ঘটনা পুনরায় তদন্ত করে বিচার করতে হবে। এসব দাবি পূরণের জন্য আমি সংগ্রাম অব্যাহত রাখব।

আবদুল কাদের মির্জা বলেন, এসব দাবির কথা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে জানাতে চেষ্টা করব। করোনার কারণে না পারলে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জানাব।

উল্লেখ্য, বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামাল উদ্দিন চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৭৭৮ ভোট। জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন (মোবাইল ফোন) পেয়েছেন ১ হাজার ৪৫১ ভোট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English